কুষ্টিয়ার খোকসায় কিস্তির টাকা আনতে গিয়ে ঋণ গ্রহীতার ছেলের হামলায় ব্র্যাকের দুই নারী কর্মীসহ তিনজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইপাড়া গ্রামে ব্র্যাক কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে সনজীৎ কুমার সরকার (২৭) নামের এক ব্র্যাক কর্মীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া আহত শিউলি খাতুন (৩৬) ও আয়েশা খাতুন (৩২) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ব্র্যাক কর্মীদের উপর হামলার ঘটনার পর ঋণ গ্রহীতা চম্পা খাতুন সপরিবারে আত্ম গোপন করেন। তার বাড়িতে গিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্র্যাক সূত্রে জানা গেছে, পাইকপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী চম্পা খাতুন ৯ মাস আগে ব্র্যাক থেকে ৮০ হাজার টাকা ঋন গ্রহন করেন। এর পর থেকে ওই ঋণ গ্রহীতার ছেলে শরিফ কিস্তি পরিশোধে ওজর আপত্তি করতে থাকেন। হামলার ঘটনার দিন বিকালে ব্র্যাকের তিনকর্মী চম্পার বাড়িতে চলতি মাসের কিস্তির আনতে গেলে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন। ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আবুল হুসাইন অভিযোগ করেন, ঋণের কিস্তি পরিশোধের সময় হলেই চম্প খাতুনের ছেলে শরিফ ব্র্যাক অফিসে এসে হুকমী ধামকী দিয়ে আসছে। কর্মীদের উপর হামলার আগের দিন সোমবার (২৯ আগস্ট) শরিফ শাখা ব্যবস্থাপকের অফিসে গিয়ে হুকমী ধামকী দিয়ে আসেন। এ দিন শাখা ব্যবস্থাপককে হত্যার হুমকী দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। ব্র্যাক কর্মীদের উপর হামলাকারী শরিফ নিজেকে একটি রানৈতিক দলের নেতা বলেও পরিচয় দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান জানান, আহত ব্র্যাক কর্মীর মাথার আঘাত জনিত কারণে বারবার বমি করছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আসিকুর রহমান বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি।