ষ্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া মজমপুর রেলগেট থেকে কোর্ট স্টেশন যেতে মাঝামাঝি এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ট্রেন নকশিকাঁথা রাত ৪:১৭ মিনিটে যাবার পরে রেল লাইনে ফাটল দেখা যায়।
ভোরে এলাকাবাসী, বিষয়টি কর্তব্যে থাকা গেটমান আরিফকে জানায়।
পরে বিষয়টি রেল কর্তৃপক্ষ ও আনসার সদস্য গণ এসে তদারকি করেন এবং ওয়েম্যানরা সকাল সাতটার পর দ্রুত সংস্কারের কাজে লেগে পড়েন।
ওয়েম্যান আখতারুজ্জামান জানান, সকাল ৭ :৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন।
দুই স্লিপারে মাঝামাঝি ফাটল দেখতে পান এ সময়ে দ্রুত স্লিপার সরিয়ে ফাটল স্থানের নীচে ক্লিপ আটকে সাময়িকভাবে আরো ছয়টি ট্রেন চলাচলযোগ্য করে তোলেন।
রেলকর্মচারী (ওয়েম্যান) সোহাগ দ্রুত ট্রেন যাবার আগে লাল কাপড় দিয়ে সিগন্যাল তৈরি করেন।
দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় ট্রেন খুব ধীরে ধীরে লাইন পার হয়।
ওয়েম্যান আখতারুজ্জামান জানান, দুপুর ১: ১৬ মিনিটে মধুমতি এক্সপ্রেস যাবার পর তারা রেল লাইনটি উপড়িয়ে নতুন রেললাইনটি যথাস্থানে স্থাপন করবেন।
২ ঘণ্টার মধ্যে লাইনটি বসানোর পর আবার বিকেলে যথারীতি এ লাইন দিয়ে ট্রেন অতিক্রম করতে পারবে।
এ বিষয়ে উপ সহকারী প্রকৌশলী জিহাদ হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান -অতিরিক্ত শীতে অথবা অবৈধ স্থাপনা গুলো থাকার কারণে রেল লাইনে ফাটল দেখা দিতে পারে। ওই স্থানে প্রতিবেশীরা অতিরিক্ত পানি ফেলায় স্লিপারে ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে ফাটলের তৈরি হয়েছে। নতুন রেল লাইনটি লাগানোর পরে সমস্যাটি আর থাকবে না।
তিনি আরো জানান, অবৈধ উপস্থাপনা উচ্ছেদ করা জরুরি।
জানা যায় ৪:১৭ মিনিটে খুলনা থেকে ঢাকা গামী নকশী কাঁথা এক্সপ্রেস যাবার পরে লাইনটা ফেটে যায় এবং এলাকাবাসীর জানালে, দ্রুত রেল কর্তৃপক্ষ লাইনটি সংস্কার করে।
এলাকাবাসীরা জানায় দীর্ঘ তিন মাস আগে একই স্থানে ফাটল দেখা দিয়েছিল। এলাকাবাসী দ্রুত লাইনটির সংস্কারের দাবি জানান।