1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ফিল্ডে বি -আর ১৯ ধানের চাষ | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ফিল্ডে বি -আর ১৯ ধানের চাষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি ফিল্ডে বি -আর ১৯ ধানের চাষ ২০২১/০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে কৃষি বিভাগের প্রভাষক কৃষিবিদ হাসিবুল হাসান নিজ তত্ত্বাবধানে পরীক্ষামূলক চাষ শুরু করেন।

১৬ মে সোমবার সকালে চারা রোপন করা হয় ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি -কুষ্টিয়ার উপ পরিচালক সুশান্ত পরামানিক পরীক্ষামূলক চাষের জন্য বিআর ১৯ ধানের বীজ সরবরাহ করেন । বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরীক্ষা-নিরীক্ষা করে সুনামগঞ্জের হাওর এলাকার চাষের উপযোগী বলে এ জাতটি ইন্দোনেশিয়া থেকে এদেশে প্রবর্তন করেছে ।১৯৮৫ সালে বোরো মৌসুমে চাষাবাদের জন্য বি আর ১৯ নামে জাতীয় বীজ বোর্ডের অনুমোদন লাভ করে।

এ জাতের জনপ্রিয় নাম মঙ্গল। এটি হাওর অঞ্চলের ধান । এ জাতের বৈশিষ্ট্য -গাছের উচ্চতা ১১০/১১৫ সেন্টিমিটার , চাল লম্বা , এর জীবনকাল ১৬৫-১৭০দিন এবং ফলন হেক্টরপ্রতি ৬.০ টন ।

শিক্ষার্থীদের ধানের চারা রোপণ করার সময় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপিকা ড. মোছা: ইসমত আরা খাতুন মাঠে উপস্থিত ছিলেন। তিনি বলেন কৃষিবিদরা গবেষণার মাধ্যমে নতুন ধানের জাত উদ্ভাবন করে বাংলাদেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছে এবং কৃষি বিভাগের শিক্ষার্থীদের উন্নতি ও সফলতা কামনা করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি