কুষ্টিয়ার কুমারখালী থেকে ২৯২ গ্রাম হেরোইনসহ মো. হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা। শনিবার দুপুরে র্যাব-১২ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাসান রাজশাহীর মতিহার উপজেলার ধরমপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইলিয়াস খান। তিনি জানান, শনিবার দুপুরে মাদককারবারি হাসানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা। হাসান দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। উদ্ধারকৃত মাদকসহ তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।