নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের আয়োজনে ২ দিন ব্যাপী সাহিত্য মেলার আয়োজন করা হয় । উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। ২৭ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় , জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায়, বাংলা একাডেমির সমন্বয়ে কুমারখালী উপজেলা প্রসাশনের আয়োজনে -উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ম পর্বে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও জাতীয় কবিতা পরিষদের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ আব্দুস সাদিক, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ও কুষ্টিয়া জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমীর মোঃ: সুজন রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বোধদয় কুষ্টিয়ার সভাপতি ও বিশিষ্ট গবেষক ও লেখক এ্যডভোকেট লালিম হক, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়। প্রধান অতিথি বলেন- বেশি বেশি বই পড়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে. ২য় পর্বে প্রবন্ধ পাঠ আলোচনা সভা ও লেখক কর্মশালায় কুষ্টিয়া কুমারখালী উপজেলার সাহিত্য ও সংস্কৃতি শীর্ষক আলোচনায় সৈয়দ আব্দুস সাদিকের সভাপতিত্বে অধ্যক্ষ কুষ্টিয়া সরকারি কলেজ প্রাবন্ধিক হিসেবে শিশির কুমার রায়। আলোচক বৃন্দ ছিলেন প্রাক্তন যুগ্ম সচিব বিমল কুণ্ডু ,কবি ও লেখক আলম আরা জুঁই, পরিচালক রবীন্দ্র সংসদ এস এম আফজাল হোসেন, বিশিষ্ট কবি বাবলু জোয়ারদার, প্রাবন্ধিক নাট্যকার লিটন আব্বাস পরবর্তীতে লেখক কর্মশালা অনুষ্ঠিত হয় প্রশিক্ষক -সোহেল আমিন বাবু। স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন কবি লেখক বৃন্দ এবং পরবর্তীতে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী। সাহিত্য মেলায় বিভিন্ন লেখকদের বই সটলে শোভা পাচ্ছে।