1. rashidarita21@gmail.com : bastobchitro :
কলকাতায় ‘কোক স্টুডিও বাংলা’র কনসার্ট | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

কলকাতায় ‘কোক স্টুডিও বাংলা’র কনসার্ট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ঢাকা অফিস
গেল শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কোক স্টুডিও বাংলা কনসার্ট। যেখানে শ্রোতাদের ঢল ছিল চোখে পড়ার মতো। প্রায় শত শিল্পীর পরিবেশনায় এ কনসার্টে সুরের মোহনায় বুঁদ হয়েছেন তারা। এবার আরও এক চমক দিতে যাচ্ছেন কোক স্টুডিও বাংলার শিল্পীরা। তবে সেটা ঢাকায় নয়, কলকাতায়। আগামী ১৭ ও ১৮ নভেম্বর দুই দিনব্যাপি সেখানকার অ্যাকোয়াটিকা মাঠে অনুষ্ঠিত হবে কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। সংগীতের এই আসরেই পারফর্ম করবে কোক স্টুডিও বাংলা।এরই মধ্যে শুরু হয়েছে কনসার্টটির জোর প্রচার ও প্রস্তুতি। বিষয়টি নিশ্চিত করেছেন কোক স্টুডিও বাংলার প্রযোজক ও সংগীতশিল্পী অর্ণব।

প্রস্তুতি কেমন চলছে? জানতে চাইলে অর্ণব বলেন, ‘বেশ ভালোই। আমরা ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। আগামীকাল (বুধবার) কলকাতার উদ্দেশে রওনা দিব আমরা।’

জানা গেছে, শুধু অর্ণব ও তার বন্ধুরাই নয়, এই কনসার্টে গাইবেন ভারতের জনপ্রিয় গায়ক অমিত ত্রিবেদীও। থাকছে ফসিলস্, লক্ষ্মীছাড়া, দ্য ইয়েলো ডায়েরি, ইউফোরিয়াসহ বেশ কিছু ব্যান্ড।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে প্রথমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। এ সময় কোক স্টুডিও বাংলাসহ ২৪ জন শিল্পী অংশ নিয়েছিলেন এই কনসার্টে। ছিলেন শ্রেয়া ঘোষাল, অনুপম রায়সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি