দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৩৮১ জনে দাঁড়াল। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৪০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জন।
রোববার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮২টি ল্যাবে সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১১টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১১৪টি।
সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। আগেরদিন ছিল ১০ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।এই সময়ে সুস্থ হয়েছেন ৬৫১ জন। মোট সুস্থ ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।
এর আগে শনিবার (৮ অক্টোবর) ২৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন কেউ মারা যাননি।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।