পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৭টায় লালন শাহ সেতু সংযোগ সড়কের চাঁদ আলী মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈশ্বরদীর চরমিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে মোটরসাইকেল চালক মেহেদী হাসান ও ট্রাকের হেলপার (তার পরিচয় জানা যায়নি)।
আহতরা হলেন, ট্রাকের চালক অজয় কুমার পাল (৫২) ও মৌসুমি ফল ব্যবসায়ী আলিম (৪৫)। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, সকালে মেহেদী মোটরসাইকেলে করে বাড়ি থেকে দাশুড়িয়া যাচ্ছিলেন। ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের মুন্নার মোড়ে একটি তরমুজবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নীচে পড়েন। এসময় তাকে বাঁচাতে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালকের সহযোগীও (হেলপার) মারা যান। আহত হন ট্রাকচালকসহ দুজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।