বিপিএলের চলতি আসর থেকে বিদায় নিয়েছে পেসার তাসকিন আহমেদের ঢাকা ডমিনেটর্স। তাতে আপাতত ব্যস্ততা কমেছে বাংলাদেশি পেসারের। সেই সুযোগে ওমরাহ হজ পালন করার সিদ্ধান্ত নিলেন তাসকিন। তার সঙ্গে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপিও হজ পালন করবেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এই দুই ক্রিকেটার। বিপিএলের পরে বাংলাদেশের খেলা শুরু হবে মার্চে। সে সময় ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে সফর করবে। তার আগে সুযোগ কাজে লাগাতে হজে গেলেন পেসার তাসকিন।
এর আগে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানও বিপিএলের ছুটির মাঝে ওমরাহ হজ পালন করে আসেন।
গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএলের ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এ ছাড়া দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াইয়ে ১৪ ফেব্রুয়ারি মাঠে নামবে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের চলতি আসরে ১২ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছিল ঢাকা। তাতে প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় ফ্রাঞ্চাইজটির। ঢাকার হয়ে বল হাতে ৯ ম্যাচে ১০ উইকেট নেন তাসকিন।