1. rashidarita21@gmail.com : bastobchitro :
‘আর্জেন্টিনা আর বিশ্বকাপ জিততে পারবে না বলাটা ঠিক হয়নি’ | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

‘আর্জেন্টিনা আর বিশ্বকাপ জিততে পারবে না বলাটা ঠিক হয়নি’

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির সতীর্থরা বাজে ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিস তারকা বলেছিলেন, মার্টিনেজরা আর বিশ্বকাপ জিততে পারবে না। সেই মন্তব্যের কড়া জবাব দিলেন আর্জেন্টিনার সাবেক ফুটলার সার্জিও আগুয়েরো।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অসামান্য পারফরম্যান্স দেখিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভসের পুরস্কারও জেতেন তিনি। পুরস্কার হাতে নিয়ে ‘বাজে অঙ্গভঙ্গি‘ করেছিলেন তিনি। যে কাজটা মোটেই পছন্দ হয়নি ইব্রার। এ প্রসঙ্গে ইব্রা বলেছিলেন, ‘মেসি সবকিছু জিতেছে। কিন্তু ওর সতীর্থরা যে জঘন্য আচরণ করেছে, সেটাকে শ্রদ্ধা করা যায় না। এটা আমি বলছি, একজন প্রথম সারির পেশাদার ফুটবলার হয়েও। ওরা আর কখনও বিশ্বকাপ জিততে পারবে না।’

এই ইস্যুতে আগুয়েরো মুখ খুলেছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) টুইচ চ্যানেলে তিনি বলেছেন, ইব্রা, তুমি হয়তো চেয়েছিলে ফ্রান্সই শিরোপা জিতুক। তাই হয়তো এমন মন্তব্য করেছো। তুমি টপ লেভেলে খেলেছো, আমিও। মনে করে দেখো, তুমি কিন্তু খুবই বাজে আচরণ করতে। আমি বিশ্বাস করি। সত্যি না? আমাদের দিকে পাথর ছুঁড়লে কিন্তু আমরাও তাই করি না।’

আগুয়েরো যোগ করেন, ‘তুমি যে বললে আর্জেন্টিনা আর বিশ্বকাপ জিততে পারবে না, এটা কিন্তু খুব খারাপ হলো। আমাদের নিয়ে চিন্তা হওয়ার আগে তোমার দেশ নিয়ে ভাব, তোমার দেশের প্লেয়ারদের নিয়ে ভাব। তারা তো এবার বিশ্বকাপে খেলতেই পারেনি।’

উল্লেখ্য, কাতারে গত ১৮ ডিসেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি