1. rashidarita21@gmail.com : bastobchitro :
আমাদের প্লেয়াররা এখন লাশের মতো: নেদারল্যান্ডস কোচ | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

আমাদের প্লেয়াররা এখন লাশের মতো: নেদারল্যান্ডস কোচ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে নেদারল্যান্ডস। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে খেলা ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে হারে ডাচরা। এ হারের পর বিধ্বস্ত দলের খেলোয়াড়রা। কোচ লুইস ফন গালের মতে, সবাই এখন লাশের মতো।

টাইব্রেকারে নেদারল্যান্ডস হেরেছে ৪-৩ গোলে। ডাচদের দুই পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারের প্রথম শট নিতে আসেন ফন ডাইক। বাম প্রান্ত দিয়ে নেয়া তার শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। আর্জেন্টিনার পক্ষে প্রথম শট নিয়ে গোল করেন মেসি। ডাচদের দ্বিতীয় শটও ফিরিয়ে দেন মার্টিনেজ। পরের শটে গোলও করে তার দল। টাইব্রেকারের স্কোর লাইন তখন ২-০।

নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা, দুদলই পরের শটে গোল করে। চতুর্থ শটটিও সফল হয় ডাচদের। আর্জেন্টিনা পরের শট মিস করে। ফলে আশা বেঁচে থাকে ৩-২ গোলে পিছিয়ে থাকা ডাচদের। কিন্তু লতারো মার্টিনেজ পরের শটে গোল করলে সেমিফাইনাল নিশ্চিত হয় মেসিদের।

এমন হৃদয়ভাঙা হারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফন গাল বলেন, ‘আমরা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। শেষ পর্যন্ত লড়াই করেছি। আমাদের প্রথম ‍দুটি শট মিস হয়। যে কারণে তা ফুটবলারদের ওপর প্রেসার তৈরি করেছে। তারা এখন ড্রেসিং রুমে মৃত লাশের মতো পড়ে আছে। আমরা সবটুকু দিয়েছি এবং তাদের নিয়ে আমি গর্ব করি।’

ফন গাল আরও বলেন, ‘আমি খেলোয়াড়দের পেনাল্টি অনুশীলন করতে বলেছিলাম ক্লাব ফুটবলে, তারা সেটা ভালোভাবেই করেছিল। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ২-২ ব্যবধানে ম্যাচ শেষ করা দারুণ অর্জন আমাদের জন্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি