1. rashidarita21@gmail.com : bastobchitro :
আইন বিভাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৭৫ ও সরকারিতে ১০০ জন ভর্তি করানো যাবে | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

আইন বিভাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৭৫ ও সরকারিতে ১০০ জন ভর্তি করানো যাবে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতি সেমিস্টারে ৭৫ জন করে শিক্ষার্থী আইন বিভাগে ভর্তি করাতে পারবে। আর সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারব ১০০ জন ভর্তি হতে পারবে। বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষার্থী ভর্তি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়া হয়। আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন।এছাড়াও রায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৫০ জনের অধিক ভর্তিকৃত শিক্ষার্থী প্রতি ২৫ হাজার টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত। এ জরিমানারা টাকার ৮০ শতাংশ বাংলাদেশ বার কাউন্সিলকে ও ২০ শতাংশ সুপ্রিম কোর্টের ডে কেয়ার সেন্টারকে দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জরিমানার টাকা পরিশোধ করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অতিরিক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের রিভিউ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি