1. rashidarita21@gmail.com : bastobchitro :
আইনজীবীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রীর বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন।। | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

আইনজীবীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রীর বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন।।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

ষ্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া আইনজীবী সমিতির অংশগ্রহণে
শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টায়
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পূর্বে বার কাউন্সিলে স্থায়ী কার্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।

আইনজীবী মহাসমাবেশে সভাপতিত্বে করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশ থেকে আগত বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এ মহাসমাবেশে অংশ নিয়েছেন।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাড. অনুপ কুমার নন্দী, বিজ্ঞ সরকারি কৌসুলি অ্যাড. আ.স.ম আখতারুজ্জামান মাসুম, জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ, সিনিয়র আইনজীবী অ্যাড. মীর সানোয়ার হোসেন এবং অ্যাড. হাসানুল আসকার হাসুর নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে অংশগ্রহণ করে আইনজীবী মহাসমাবেশে।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও কুষ্টিয়া স্পেশাল জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাড. রফিকুল ইসলাম লালন, অ্যাড. নিজামুল হক চুন্নু, অ্যাড. তাপস কুমার কুন্ডু, অ্যাড. সাইফুল ইসলাম রানা, কুষ্টিয়া আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন টুকু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. শহীদুল ইসলাম ও অ্যাড. নিজাম উদ্দিন, অ্যাড. নজরুল ইসলাম, সহকারি পাবলিক অ্যাড. সেলিম সোহরাব খান ও অ্যাড. মাহবুব রহমান, অ্যাড. আসাদুর রহমান আসাদ, অ্যাড. রাজীব আহসান, অ্যাড. ওয়াকিবুল ইসলাম লিপসন, অ্যাড. গোলাম রসুল, অ্যাড. মিন্টু হোসেন আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের আহবায়ক অ্যাড. সাইফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাড. মো: মুহাইমিনুর রহমান পলল, অ্যাড. আশরাফুজ্জামান খান মুকুল। এছাড়াও কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ ব্যাক্তিগত ভাবে অংশগ্রহণ করেন আইনজীবী মহাসমাবেশে।

উল্লেখ্য যে, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট বার কাউন্সিলের ভবনটি ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।

এতে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, ২টি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, একাউন্টস সেকশন, আইটি সেকশন ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি