প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। মূলত বাটলারই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। ১৬তম ওভারে তাকে ফেরান হাসান মাহমুদ। এর আগের বলেই মুস্তাফিজের শিকার হন বেন ডাকেট।
বাটলার ৪২ বলে করেন ৬৭ রান। তার ইনিংসে ছিল সমান ৪টি চার ও ৪টি ছয়। ডাকেট ১৩ বলে খেলেন ২০ রানের কার্যকরী ইনিংস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৫ রান নিয়ে ব্যাট করছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন মঈন আলি ও স্যাম কারেন।
বাংলাদেশের বিপক্ষে টস হেরে পাওয়ার-প্লেতে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। ৬ ওভার শেষে বিনা উইকেটে ৫১ রান করে তারা। অবশ্য ইংল্যান্ডের দুই ওপেনারকেই ফেরানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু নাসুম প্রথম ওভার করতে এসে ফিলিপ সল্টের ক্যাচ ছেড়ে দেন। পরে সাকিব ছাড়েন জস বাটলারের ক্যাচ। তাতে আক্ষেপ বাড়ে স্বাগতিক শিবিরে।
নাসুম প্রথম ক্যাচ ছাড়লেও তাকে দিয়েই সফলতা পায় টাইগাররা। তার করা শেষ ওভারের শেষ বলে সল্ট ক্যাচ দেন উইকেটের পেছনে, তাতে ৮০ রানে ভাঙে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। ইংলিশ ওপেনার ৩৫ বলে করেন ৩৮ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। ইংল্যান্ডের পরের উইকেট পড়ে অধিনায়ক সাকিব আল হাসানের হাত ধরে। তার করা তৃতীয় ওভারে সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড মালান।