1. rashidarita21@gmail.com : bastobchitro :
হরিপুরে তীর সংরক্ষণ প্রকল্পের কাজ ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়ন। | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

হরিপুরে তীর সংরক্ষণ প্রকল্পের কাজ ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়ন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের অধীনে সদর উপজেলা হাটশ হরিপুর ইউনিয়নে তীর সংরক্ষণ”২০২২-২৩ অর্থবছরে (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় গড়াই নদীর বাম তীরে ৪.৯২০ হতে ৫.২৯০= ০.৩৭০ মিঃ পর্যন্ত নদীর তীর সংরক্ষণ বাস্তবায়ন ৩৭০ মিটার অর্থাৎ বোয়ালদহ মোড়- দেওয়ান মঞ্জিল মাদ্রাসা পর্যন্ত তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন-পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাজ চলমান ৩৭০মিটার, ১২ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এটি দ্বিতীয় সংস্করণ পানি উন্নয়ন বোর্ড এবারে বাস্তবায়ন করছে। এর আগে ১১ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া -৩ আসনের এম পি মাহবুব-উল আলম হানিফ বাঁধের উদ্বোধন করেন। কুষ্টিয়া জেলার নদী ভাঙ্গন প্রসঙ্গে তিনি বলেন,পদ্মা ও গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী প্রকল্প গ্রহন করা হচ্ছে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ,মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ হাসান মেহেদী,প্রকৌশলী ফারুক্জ্জুামান, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক,হাটশ হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শম্পা মাহামুদ,হাটশ হরিপুরের কৃতিসন্তান ব্যাবসায়ীও সমাজসেবক হাজ্বী আব্দুল কাশেম,হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ডে মেম্বার সেলিম উদ্দিন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন এবং হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী আরিফুর রহমান আরিফ। উল্লেখ্য ,২০১৭ সালে প্রায় শত কোটি টাকা ব্যয়ে ৫০৪মিঃ দৈর্ঘ্যের শেখ রাসেল সেতু উদ্বোধন হয়। ২০১৭ সালে উদ্বোধনের পর সেতু থেকে ১৫০ মিটার দূরে গত তিন বছর ধরে ভাঙন শুরু হয় প্রায় ১ মিটার ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ ৬ বছর পরে নতুন ভাবে বাঁধের তীর সংরক্ষণ প্রকল্প পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাতে নেয়া হয়েছে।
Se

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি