সার ডিজেলের দাম বৃদ্ধির কারনে কৃষকের নাভিশ্বাস। সেকারনে এসব কৃষি উপকরনের দাম কমানোর দাবিতে দেশব্যাপী সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে সোমবার বিকেলে জগতি সুগারমিল বাজারেহাটসভা অনুষ্ঠিত হয়েছে। হাট সভায় ইউরিয়া সার,জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুতের লোডশেডিং বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের হাটসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ -৩১ আগস্ট দেশব্যাপী দাবিপক্ষ ও ৫ হাজার কিলোমিটার পদযাত্রা ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট ।দাবিপক্ষ সফল করতে জগতি সুগার মিলের বাজারে অনুষ্ঠিত কৃষক ফ্রন্টের এই সমাবেশে পুলিশের উপস্থিতিতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বাধাপ্রদানের চেষ্টা করে এসময় স্থানীয় জনগণের প্রতিবাদ ও প্রতিরোধের মুখে তারা পিছু হটে। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক কমরেড শফিউর রহমান শফি। এছাড়াও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, বাসদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য কমরেড আশরাফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক লাবনী সুলতানা প্রমুখ নেতৃবৃন্দ।