1. rashidarita21@gmail.com : bastobchitro :
সাফজয়ী আঁখিকে সংবর্ধনা দিল সিরাজগঞ্জ জেলা প্রশাসন | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

সাফজয়ী আঁখিকে সংবর্ধনা দিল সিরাজগঞ্জ জেলা প্রশাসন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২

সাফ জয়ী ফুটবলার আঁখি খাতুনকে এবার সংবর্ধনা দিল সিরাজগঞ্জ জেলা প্রশাসন। এ সময় ডিফেন্ডার আঁখিকে নলকা মহাসড়ক থেকে ছাদ খোলা গাড়ি বহরে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নিয়ে আসা হয়। পরে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক। নিজ জেলায় প্রশাসনের এমন আয়োজনে উচ্ছ্বসিত আঁখি ও তার পরিবার।

সাফ জয়ের অন্যতম করিগর ডিফেন্ডার আঁখি ছিলেন রক্ষনভাবের অতন্দ্রপ্রহরী। ফুটবলার আঁখি শুধু সিরাজগঞ্জের না, গর্ব পুরো বাংলাদেশের। তাই তার সম্মানে এবার সংবর্ধনা দিল সিরাজগঞ্জ জেলা প্রশাসন।

আঁখির সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ছিল উৎসবের আমেজ। বাদ্য বাজনা বাজিয়ে ছাদ খোলা গাড়ি বহরে করে নলকা মহাসড়কে থেকে এ ফুটবলারকে নিয়ে আসা হয় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। কেক কেটে উদযাপন করা হয় সাফ জয়ী মেয়েদের সাফল্য। অনুষ্ঠানে ফুটবলার আঁখির বাবা, খুদে খেলোয়াড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। নিজ জেলায় সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত আঁখি।

এমন সাফল্যে গর্বিত আঁখির বাবা আখতার হোসেন। আর জেলা প্রশাসন থেকে সংবর্ধনা দেওয়ায় খুশি শিক্ষার্থীরা।

জেলার এ প্রতিভাবান ফুটবলারের পাশে থেকে সব সময় সহযোগিতার কথা জানান অনুষ্ঠানের আয়োজক জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

আগামী ৮ অক্টোবর শাহজাদপুর উপজেলার চর নবিপুর মাঠে গণসংবর্ধনার আয়োজন করেছেন স্থানীয় সংসদ সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি