1. rashidarita21@gmail.com : bastobchitro :
সাকিব ফিরেছে, ভাগ্য কি ফিরবে বাংলাদেশের? | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

সাকিব ফিরেছে, ভাগ্য কি ফিরবে বাংলাদেশের?

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার তাতিয়ে রেখেছে দুদলকেই। এ ম্যাচ দিয়ে তাই জয়ের ধারায় ফিরতে চাইবে দুদলই। এদিকে, সাকিব ফিরে আসায় মানসিকভাবে এগিয়ে টাইগাররা। তবে, ছেড়ে কথা বলবে না স্বাগতিকরাও। বিশ্বকাপের আগে নিজেদের টিম কম্বিনেশনের পাশাপাশি আত্মবিশ্বাসের পালে হাওয়া দিতে মরিয়া কিউইরা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

পরিসংখ্যান বা ইতিহাস কিছুই হয়তো মাথায় নেই বাংলাদেশের। দুর্বল আমিরাত ছাড়া গত এক বছরে যে দলটার টি-টোয়েন্টিতে জয় বলতে একটা আফগানিস্তান এবং একটা জিম্বাবুয়ের বিপক্ষে, তাদের এত হিসাব-নিকাশ মনে রাখারও কথা নয়। কিন্তু ওশেনিয়ায় তারপরও মানসিক শক্তিতে এগিয়ে থাকবে টাইগাররাই।সাকিবের ফেরাটা দলের সবার জন্য একরকম সুখের সংবাদ বয়ে আনছে। পাশাপাশি তার দলে অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই ছিটকে ফেলবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে কাউকে। তাই একাদশে বদল আসাটা অবশ্যম্ভাবী। তবে, সেটা একজন হবেন না, কয়েকজন তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের আগপর্যন্ত।

স্বাভাবিকভাবে ধরলে, ওয়ানডাউনে খেলার কথা মিস্টার সেভেন্টি ফাইভের। সে ক্ষেত্রে লিটন ওপরে উঠে গেলে সাব্বিরের সময় ফুরিয়ে আসার কথা টিম কম্বিনেশনে। পেস অ্যাটাকে অটো চয়েজ হয়ে যাওয়া মুস্তাফিজকে নিয়েও বিকল্প ভাবতে পারেন নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট। শরিফুল-এবাদতের মতো সিমাররা যে আছেন সুযোগের অপেক্ষায়।

পরিসংখ্যান ঘাঁটতে গেলে অবশ্য কিছু সুখবরই আছে বাংলাদেশের জন্য। অন্তত দুদলের দেখা হওয়া শেষ ৫ ম্যাচের ফলাফলগুলো পক্ষে কথা বলবে টাইগারদের। গত বিশ্বকাপের আগে ঘরের মাঠে ব্ল্যাকক্যাপদের সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। উইকেট আর কন্ডিশনের কথা বাদ দিলে সেখান থেকে কিছু আত্মবিশ্বাসের রসদ তো নেয়াই যায়।এদিকে সাম্প্রতিক হিসাবে বাংলাদেশের চেয়ে খুব বেশি যে এগিয়ে আছে কিউইরা, তা কিন্তু নয়। ঘরের মাঠে খেলা, তাই আলাদা অ্যাডভান্টেজ থাকছে উইলিয়ামসনের দলে। কিন্তু সেটা যে ক্ষেত্রবিশেষে খুব একটা কাজে আসে না, তা তো পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই টের পেয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা তাই তাদের জন্যও কক্ষপথে ফেরার লড়াই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি