1. rashidarita21@gmail.com : bastobchitro :
সহকারী জজ পদে সুপারিশ পেলেন ইবির ৭ শিক্ষার্থী | Bastob Chitro24
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

সহকারী জজ পদে সুপারিশ পেলেন ইবির ৭ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের সাবেক সাত শিক্ষার্থী। ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা। কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তাদের সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও। উত্তীর্ণরা হলেন, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের আয়াজ আজাদ, ২০১০-১১ শিক্ষাবর্ষের জান্নাতুল আরা ববি, স্বপ্না মুস্তারিন ও সোহেল রানা, ২০১১-১২ শিক্ষাবর্ষের শফিউল্লাহ লিখন, ২০১২-১৩ শিক্ষাবর্ষের লাবণী আখতার এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জান্নাতুল নাঈম অনন্যা। ইবির আইন অনুষদের সাবেক ডিন ও বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক অধ্যাপক জহুরুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ওই সাত শিক্ষার্থীর সুপারিশপ্রাপ্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। জানতে চাইলে ইবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সোহেল রানা বলেন, পরিবারের আর্থিক সঙ্গতি খুব একটা ভালো না হলেও চেষ্টা চালিয়ে গিয়েছি। এর মাঝে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। সবকিছুর পর সৃষ্টিকর্তা সফলতার মুখ দেখিয়েছেন। আরেক শিক্ষার্থী জান্নাতুল নাইম অনন্যা বলেন, এত দ্রুত সফলতা পাবো ভাবিনি। আমার এ সফলতার পেছনে পরিবার ও অন্য যাদের সহযোগিতা ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা। সহকারী জজ পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ১০২ জনকে মনোনীত করে নিয়োগের সুপারিশ করেছে। গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। জুডিশিয়াল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ১৪তম সহকারী জজ পদে পরীক্ষায় উত্তীর্ণ ১০২ জনকে মনোনীত করা হলো। তবে এ মনোনয়নকে চূড়ান্ত নিয়োগ হিসেবে গণ্য করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি