1. rashidarita21@gmail.com : bastobchitro :
শেখ হাসিনা ও বাংলাদেশিদের ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

শেখ হাসিনা ও বাংলাদেশিদের ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের সরকার ও সমর্থকদের ভালোবাসা প্রকাশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি আলবার্তো ফারনান্দেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন আলবিসেলেস্তেদের রাষ্ট্রপ্রধান।

বিশ্বকাপ ফুটবলে বরাবরই বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নাম আর্জেন্টিনা। ম্যারাডোনার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আর্জেন্টিনা দলের প্রতিটি জয়েই পাশে থেকে সমর্থন যোগান বাংলার ফুটবল প্রেমীরা। কাতার বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের মানুষের এই সমর্থনের খবর পৌঁছে যায় আর্জেন্টিনায়।

বিশ্বকাপ জয়ের পর মেসিদের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সে ভালবাসার প্রতিদান দিলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফারনান্দেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন তিনি। এ সময় রাষ্ট্রপতি আর্জেন্টিনা দলকে সমর্থন দেয়ার জন্য এদেশের সমর্থকদেরও ধন্যবাদ জানান।

ফার্নান্দেজ তার টুইটে লেখেন, ‘বাংলাদেশের সকল মানুষ এবং শেখ হাসিনাকে ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে আমরা যে বন্ধন এবং পারস্পরিক ভালোবাসা দেখেছি, তা বর্ণনাতীত। আজ দুই দেশের পতাকা এখানেও (আর্জেন্টিনায়) উড়ছে। আসুন এ বন্ধন আরও দৃঢ় করি।’

এর আগে গত ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন মেসিদের বরণ করে নিতে রাজধানী বুয়েনোস আইরেসে নেমেছে জনস্রোত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি