1. rashidarita21@gmail.com : bastobchitro :
শীতের সকালের প্রাকৃতিক বৈচিত্র্য | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

শীতের সকালের প্রাকৃতিক বৈচিত্র্য

মোঃ সোহেল রানা 
  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

শীতের সকালগুলো অন্য পাঁচটি ঋতুর সকালের চেয়ে একটু ভিন্ন প্রকৃতির। শীতের সকালে মাঠ ঘাট সাদা কুয়াশার চাদরে ঢেকে যায়। শিশিরে ভেজা মাঠের ঘাস, গাছের পাতা সব থরথর করে কেঁপে ওঠে উত্তরের হাওয়ায়।

কুয়াশা ভেদ করে অবিরাম সূর্য যখন জ্বলে তখন প্রকৃতি ভিন্ন রূপ ধারণ করে। কুয়াশায় কাছের জিনিসগুলোও দেখা যায় না, সবকিছু ঢেকে যায়। টিনের চালে, গাছের ডালে বা পাতায় শিশির পড়ে। পাখির কিচিরমিচির শোনা যায় না। খেজুরের রসের মিষ্টি গন্ধে সবাই সকালে ভাপানো পিঠা বা চিতই পিঠা দিয়ে নাস্তা করতে চায়। শীতকালে গাছের পাতা ঝরে পড়ে এবং ঝরে পড়ে। বাতাস যেমন শুকিয়ে যায়, তেমনি মানুষের মনও শুকিয়ে যায়।

গ্রামের বাড়িতে সকালে খেজুরের রস আহরণের অপরূপ দৃশ্য দেখা যায়। সেই রস বাড়িতে আনার পর বাড়ির মেয়েরা কেক তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। শীতের সকালে কৃষকরা মাঠে গিয়ে পান্তা ভাত খায়। ডালিয়া ও চাঁদের মল্লিকা ফুলের উজ্জ্বল রং এই শীতের সকালের পরিবেশকে করে তোলে আরও রঙিন। ‌।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি