1. rashidarita21@gmail.com : bastobchitro :
শিশু হত্যার অভিযোগে মা সহ একই পরিবারের ৫ জন গ্রেফতার | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভেঙে পড়ছে বিশ্ব ব্যবস্থা! সহজে মিলছে না অর্থ, ভোগান্তি আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়: তারেক রহমান বাড়তি ভ্যাট ও মহার্ঘ ভাতা নিয়ে জনমনে অসন্তোষ দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ আমির খানের সেই অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানি অভিনেত্রীর জনমনে আতংক সৃষ্টির লক্ষ্যে জাপান টোব্যাকো গার্ডে বোমা নিক্ষেপ। সড়ক ও জনপদ বিভাগের ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ১ জন নিহত অপরজন আহত। রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল: ভারতীয় সেনাপ্রধান গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে কুবি ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

শিশু হত্যার অভিযোগে মা সহ একই পরিবারের ৫ জন গ্রেফতার

আমির সোহেল
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শিশুর মা, নানা,নানী মামা ও মামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯-১১-২২ ইং গভীর রাতে তাদেরকে বাগুলাট ইউনিয়নের মধুপুর দুর্গাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নিহত শিশু যদুবয়রা ইউনিয়নের দহখোলা গ্রামের ভ্যানচালক রায়হান ওরফে বাচ্চুর মেয়ে রিয়া (৯)। সে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো। নিহত রিয়া বাগুলাট ইউনিয়নের মধুপুর নানা বাড়িতে থাকতো। গ্রেপ্তারকৃতরা হলেন নিহত শিশু রিয়ার মা মোছা. শিল্পী খাতুন (২৩), মামা রফিকুল ইসলাম (২৮), মামী মোছা. রুনা খাতুন (২৩), নানা মোহাম্মদ আলী (৫২) ও নানী মোছা. রেহেনা খাতুন (৪৫)।

পুলিশ জানায়, রিয়ার বাবা ও মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ায় উভয়ই আবার দ্বিতীয় বিয়ে করলে রিয়া তার নানা বাড়িতে থাকতো। গত ৬ অক্টোবর বিকেলে রিয়ার মরদেহ তার নানাবাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার করে রাতেই কুমারখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রেরণ করা হয়। শুক্রবার (৯ ডিসেম্বর) ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে রিয়াকে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ রয়েছে।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন জানান, শুক্রবার মধ্যরাতে রিয়ার বাবা রায়হান তার মেয়েকে হত্যার অভিযোগে রিয়ার মা সহ ৫ জনকে আসামি করে মামলা করেন। এবং রাতেই আসামিদের গ্রেপ্তার করে পরেরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি