ঢাকা অফিস:
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর শিল্পকলার মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন নন্দিত নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে একাডেমিতে যোগদান করেন তিনি। বুধবার বিকালে জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মহাপরিচালক। সেখানে একাডেমি নিয়ে তার পর্যবেক্ষণ ও প্রতিশ্রুতির কথা বিস্তারিত জানান তিনি।
এ সময় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হিসেবে গড়ে তোলা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যয় বিভাজন ওয়েবসাইটে প্রকাশ করার কথা জানান। শিল্পকলা একাডেমিকে আর্থিকভাবে সক্ষম ও স্বয়ংসম্পূর্ণ করতে সংস্কৃতি খাতে দেশের জিডিপি’র কমপক্ষে তিন শতাংশ সরকারি বরাদ্দ দেয়ারও আহ্বান জানান তিনি। জামিল আহমেদ বলেন, সংস্কৃতি কেবল আনন্দ-বিনোদনের ক্ষেত্র নয়, এটি একটি নান্দনিক উপস্থাপনা। যার মাধ্যমে কোনো জাতির জীবনীশক্তির প্রতিফলন ঘটে। একক জাতি, রাষ্ট্র ও মতাদর্শ ভিত্তিক সাংস্কৃতিক চর্চাকে একাডেমি সর্বদা ‘না’ বলবে। বরং, বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম, বহু ভাবাদর্শ ভিত্তিক সৃষ্টি-সৌন্দর্য্য-আনন্দের এক সংলাপাত্মক জনগণতান্ত্রিক শিল্প-পরিসর রূপে গড়ে উঠবে শিল্পকলা একাডেমি। শুধু রাজধানী কেন্দ্রিকতা নয়, জেলা শিল্পকলা একাডেমিগুলোকে সক্রিয় করে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অ্যাকাউন্ট এসিসট্যান্টসহ বেশকিছু পদ সৃজন করা হবে।
সুত্র:মানবজমিন