1. rashidarita21@gmail.com : bastobchitro :
শান্ত একাই জিতলেন ১৫ লাখ টাকা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

শান্ত একাই জিতলেন ১৫ লাখ টাকা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে রান হাতে দুর্দান্ত এক আসর কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টের সর্বোচ্চ এ রান সংগ্রাহক পেয়েছেন টুর্নামেন্ট সেরার স্বীকৃতিও। তাতে তিনি জিতেছেন ১৫ লাখ টাকার প্রাইজমানি।

এছাড়া ১৩ লাখ টাকার প্রাইজমানি জিতেছেন তানভীর ইসলাম, মুশফিকুর রহিম ও জনসন চার্লস।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনালে শান্তর দল সিলেট স্ট্রাইকার্স ৭ উইকেটের ব্যবধানে হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে শিরোপা খুইয়েছে।

তবে দলকে জেতাতে চেষ্টার কমতি ছিল না শান্তর। এ ওপেনার ফাইনালে ৪৫ বল মোকাবিলায় খেলেছেন ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। আসরে এটি তার চতুর্থ ফিফটির ইনিংস, যেখানে ফরচুন বরিশালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন সর্বোচ্চ ৮৯ রানের অপরাজিত ইনিংস।

সব মিলিয়ে ১৫ ইনিংসে ৩৯.৬৯ গড়ে  করেছেন ৫১৬ রান। তাতে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে শান্ত জিতেছেন ৫ লাখ টাকার প্রাইজমানি। আর দুর্দান্ত সব ইনিংসে টুর্নামেন্ট সেরা হয়ে জিতেছেন ১০ লাখ টাকার প্রাইজমানি।

এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করে ৫ লাখ টাকার প্রাইজমানি জিতেছেন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম। তার সমান ১৭ উইকেট তুলে যৌথভাবে শীর্ষে থাকলেও, হাসান মাহমুদ খেলেছেন দুই ইনিংস বেশি। টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে সিলেটের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে উঠেছে ৩ লাখ টাকার প্রাইজমানি।

৫২ বলে ৭৯ রানের ইনিংসে কুমিল্লাকে জিতিয়ে ফাইনালের ম্যাচ অব ম্যাচ নির্বাচিত হয়েছেন জনসন চার্লস। তার হাতে উঠেছে ৫ লাখ টাকার প্রাইজমানি।

নবম আসরে চ্যাম্পিয়ন দল কুমিল্লা জিতেছে দুই কোটি টাকার প্রাইজমানি। এক কোটি টাকার প্রাইজমানি উঠেছে রানার্স আপ সিলেটের হাতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি