ষ্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে -কালেক্টরেট চত্বরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলা-২০২৪।
একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় কালেক্টরেট চত্বরে, কেন্দীয় শহীদ মিনারে কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে একুশে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বিভিন্ন কবিদের লেখা বই এই মেলাতে স্থান পেয়েছে । জেলা প্রশাসক, স্থান পাওয়া বইয়ের স্টল গুলো ঘুরে দেখেন। জেলা প্রশাসন থেকে শিশুদের বিনোদনের জন্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
এবারের মেলাতে, নারী জয়ীতাদের হাতের তৈরি বিভিন্ন রকমের পিঠা মেলায় স্থান পেয়েছে।প্রথমবারের মতো বইমেলায় পিঠার স্টল দিতে পেরে জয়িতারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।
শহীদদের স্মরণে সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিভিন্ন সংগঠন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে সজ্জিত হয়।
মেলার প্রথম দিনে সন্ধ্যায়, প্রশাসনের আয়োজনে-আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া আবৃত্তি পরিষদ, শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমির গান, নৃত্য,ও আবৃত্তি পরিবেশন হয়।
কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
শহীদদের স্মরণে সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিভিন্ন সংগঠন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে সজ্জিত হয়।
আগামী ২১,২২,২৩ তিন দিন ব্যাপী বইমেলা-২০২৪ কালেক্টর চত্বরে অনুস্ঠিত হবে।বই প্রেমীদের জন্য ভাষা ও বই এর প্রতি আকৃস্ট করার লক্ষ্যে এ আয়োজনের ব্যবস্থা করা হয়।