1. rashidarita21@gmail.com : bastobchitro :
শরণখোলা রেঞ্জ অফিসে দুই বাঘের দেখা | Bastob Chitro24
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

শরণখোলা রেঞ্জ অফিসে দুই বাঘের দেখা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) দেখাটা ভাগ্যের ব্যাপার! তবে, এখন
এই ওয়ার্ল্ড হ্যারিটেজ ম্যানগ্রোভ বনের বিভিন্ন ফরেস্ট অফিস,
বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা মিলছে তার।
কখনো পর্যটকরা আবার কখনো বনকর্মীরা বাঘের দেখা পেয়েছেন।
কখনো একটি, কখনো জোড়ায় জোড়ায় আবার তিন-চারটিও। বন
অফিসের সামনে বনরক্ষীদের খুব কাছাকাছি চলে আসছে বাঘ।
গত মঙ্গলবার (৭ নভেম্বর ) রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অফিসের
আম গাছের পাশে দেখা মেলে একটি রয়েল বেঙ্গল টাইগারের। বিশাল রয়েল
বেঙ্গল টাইগারটি বনরক্ষীদের খুব কাছে চলে আসে। তখন মোবাইলে
বাঘটির ভিডিও ধারণ করেন রবিউল ইসলাম নামের এক বনরক্ষী।
শরণখোলা রেঞ্জে ঘুরতে আসা পর্যটক, মিতু আক্তার বলেন,পরিবারের
সবাইকে নিয়ে ঘুরতে আসি সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তখন হঠাৎ করে
একটি বাঘ দেখতে পাই, এভাবে কখনো বাঘ দেখতে পারবো কখন কল্পনা
করি নাই প্রথম সুন্দরবনে এত কাছ থেকে বাঘ দেখলাম স্মৃতি
হিসেবে মোবাইলে ভিডিও ধারণ করি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক
(এসিএফ) মো. মাহবুব হাসান বলেন, ইদানীং সুন্দরবনে বাঘের
আনাগোনা বেশি দেখা যাচ্ছে। গত রাতে একটি বাঘ আমাদের রেঞ্জ
অফিসের সামনে দেখা গিয়াছে পরে বাঘটি বনের ভিতর চলে যায়, এর
আগেও ঘুরতে আসা পর্যটকরা বাঘ দেখতে পেয়েছে অফিসের ভিতর,
ধারণা করা হচ্ছে সুন্দরবনে আগের তুলনায় বাঘের সংখ্যা বৃদ্ধি
সুত্র:ঢাকা অফিস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি