1. rashidarita21@gmail.com : bastobchitro :
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও য়্যুভেন্তাস | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও য়্যুভেন্তাস

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

লা লিগার রোববারের (২২ জানুয়ারি) ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওর বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সান মামিসে লস ব্লাঙ্কোসদের আতিথ্য দেবে বিলবাও। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ২টায়। এদিকে সিরি আ’য় নিজেদের মাঠে আটলান্টার মুখোমুখি হবে য়্যুভেন্তাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে শিরোপা খুইয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লি লিগায়ও নিজেদের শেষ ম্যাচেও ভিলারিয়ালের কাছে হেরেছে মাদ্রিদিস্তারা। আন্তর্জাতিক বিরতির পরে যেন সবকিছু এলোমেলো কোচ কার্লো আনচেলত্তির দলের।

এদিকে লা লিগায় নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাই শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয় ভিন্ন কোনো পথ নেই আনচেলত্তির শিষ্যদের। তবে ইনজুরি সমস্যাই যেন পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে কোচ রিয়ালের জন্য।

বিলবাওর বিপক্ষে ডেভিড আলাবা, চুয়ামেনি, লুকাস ভাস্কেস ও ড্যানি কার্ভাহালকে পাচ্ছেন না তিনি। ১৬ ম্যাচ খেলে ১২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গ্যালাতটিকোরা। হেরেছে মাত্র একটিতে। তবে গত বছর শেষ দেখায় মাদ্রিদকে রুখে দিয়েছিল বিলবাও। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে বিলবাও।

এদিকে সিরি আ’তে আটালান্টার বিপক্ষে মাঠে নামবে য়্যুভেন্তাস। দলবদলের অর্থের পরিমাণ কারচুপি করায় শাস্তি পেতে হয়েছে দলটিকে। যার ফলে টেবিলের তৃতীয় স্থান থেকে দশম স্থানে নেমে গেছে ক্লাবটি। লিগে নিজেদের শেষ ম্যাচেও নাপোলির কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে ম্যাসিমিলানো আলগ্রেরির দল।

তবে ঘরের মাঠে জিততে মরিয়া লিগ শিরোপা থেকে ছিটকে পড়া য়্যুভেন্তাস। এরই মধ্যে চ্যাম্পিয়ান লিগ খেলার স্বপ্নও ফিকে হয়ে গেছে সিরি আ’র সর্বোচ্চ শিরোপা জেতা দলটি। তবে য়্যুভেন্তাসের সঙ্গে নিজেদের শেষ দুই দেখার একটিতেও হারেনি আটালান্টা। তাই এই ম্যাচ জিততে আত্মবিশ্বাসী তারাও। ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আটালান্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি