কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ফিল্ড এন্ড হর্টিকালচার ফার্মে মৌসুমী অর্গানিক সবজি চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
৮ জুন বুধবার সকাল দশটায় অত্র বিভাগের প্রভাষক কৃষিবিদ হাসিবুল হাসান এর তত্ত্বাবধানে ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে কেমিক্যাল মুক্ত ও বায়োলজিক্যাল কন্টলের মাধ্যমে অর্গানিক সবজি চাষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ ও চাষাবাদ সম্পর্কে অবহিত করা হয়েছে।
বিভিন্ন মৌসুমি সবজির মধ্যে ঢেঁড়স, শসা, মরিচ, লাল শাক, কলমি শাক,পুঁই শাক ও সবুজ শাকের চাষ শুরু হয়েছে।
এ সময় কৃষি বিভাগের প্রভাষক মোছাঃ মরিয়ম বেগম, উম্মে হানি, মোছাঃ শারমিন সুলতানা এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও লেকচারার ইফ্ফাত জাহান হীরা মাঠে উপস্থিত থেকে অর্গানিক সবজি চাষের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন । শিক্ষার্থীদের সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করে অত্র বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ জহুরুল ইসলাম বলেন- কৃষি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়াতে অর্গানিক সবজি চাষের সূচনা ঘটবে এবং প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রযুক্তি ছড়িয়ে দেয়া সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।