1. rashidarita21@gmail.com : bastobchitro :
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলার সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলার সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলার সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুষ্টিয়ায় অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ১০ দিন ব্যাপী -বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভর্তি মেলা উপলক্ষে, কুষ্টিয়া এবং তার আশেপাশে জেলা ও থানা হতে আগত -ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন ও গান প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হলো। ২ মে বৃহস্পতিবার বিকেল ৩ টায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে -প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -উপাচার্য রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় মোছাঃইসমত আরা খাতুন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ জহুরুল ইসলাম .সদস্য প্রফেসর ডঃ হালিমা খাতুন , সদস্য ট্রাস্টি বোর্ড মোঃ জুলফিকার আলী, সদস্য ট্রাস্টি বোর্ড শেখ মোস্তাফিজুর রহমান, সদস্য ট্রাস্টি বোর্ড মোহাম্মদ মনিরুজ্জামান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মিথুন । অনুষ্ঠানে ,সঙ্গীত ও চারু কলা বিভাগের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গানের মিউজিকে ছিলেন রিদওয়ানুল হক, জুয়েল আহমেদ, আকাশ চক্রবর্তী । মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী পর্ব সমাপ্ত ঘোষণা হয়। বক্তৃতা শেষে অনুষ্ঠানে সঙ্গীত বিভাগের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের ছেলে মেয়েদের অংশগ্রহণে নৃত্য ,গান ,আবৃত্তি পরিবেশিত হয়। মিউজিকে অংশগ্রহণ করেন রিদওয়ানুল হক আকাশ চক্রবর্তী জুয়েল আহমদ প্রদীপ কুমার কর্মকার এছাড়াও বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি