1. rashidarita21@gmail.com : bastobchitro :
মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন বিশ্ব নেতারা | Bastob Chitro24
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন বিশ্ব নেতারা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। এই তালিকায় আছেন জাতিসঙ্ঘের মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিরা।

শুক্রবার জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘পবিত্র কুরআন আমাদের এটাই শেখায় যে, আল্লাহ তায়ালা আমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন, যেন আমরা পরস্পর পরিচিত হতে পারি। এই পবিত্র মাসে এবং প্রতিটি দিনে আমরা নারী-পুরুষ উভয়ের সুরক্ষা, মর্যাদা ও আনন্দের জন্য হাতে হাত রেখে মিলেমিশে কাজ করব, একে অন্যের থেকে শিখব এবং সম্মিলিতভাবে একটি শান্তিময় পৃথিবী গড়ে তুলব।’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সমগ্র মানব জাতির জন্য কল্যাণ কামনা করেছেন। পবিত্র রমজানের প্রথম দিন শুরু হওয়ায় তিনি সবাইকে অভিনন্দনও জানান। শুক্রবার এক বার্তায় এরদোগান বলেন, ‘এই রমজানে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাতে আমরা প্রথম সেহরি খাওয়ার জন্য জেগে উঠব। আগামীকাল থেকে প্রথম রোজা রাখব।’

রমজান উপলক্ষে নিজ দেশের নাগরিক ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তিনিও শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘এটা আল্লাহর রহমত যে করোনাভাইরাস মহামারীর ভয়াবহতার পরই আমাদের মাঝে পবিত্র রমজান এসে উপস্থিত হয়েছে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে করোনার পরে তিনি আমাদের সফলতা দান করেছেন।’

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ফার্স্ট লেডি জিল ও আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল কারিমের উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই। পবিত্র কুরআন থেকে আমরা সংযম ও সহমর্মিতার শিক্ষা নেবো। যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক ও গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।’

জো বাইডেন আরো বলেন, ‘মুসলিম উম্মাহ নতুন প্রত্যাশায় শুরু করবেন সংযমের এ মাস। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরো সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবন কামনা করবেন।’

মার্কিন প্রেসিডেন্ট চীনের উইঘুর, মিয়ানমারের রোহিঙ্গাসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়ের মানবাধিকার সংরক্ষণেরও প্রত্যাশা ব্যক্ত করেন।

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনার সীমাবদ্ধতা শেষে দীর্ঘ দিন পর স্বাভাবিক রমজান হবে। বিশ্ব মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা।

রমজানে মুসলিমদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার ফেসবুক এবং টুইটারে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তিনি। মুসলিমদের প্রতি সালাম দিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ‘আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন।’

এছাড়াও আরো শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান ও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

সূত্র : এক্সপ্রেস নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি