1. rashidarita21@gmail.com : bastobchitro :
মিরপুরে জাসদ যুবজোটের মানববন্ধন অনুষ্ঠিত | Bastob Chitro24
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

মিরপুরে জাসদ যুবজোটের মানববন্ধন অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২

জাতীয় যুবজোট দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব খাঁন সালামের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মিরপুর উপজেলা জাসদের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দিন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ সাইদুর রহমান মন্টু, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক, সাধারন সম্পাদক রবিউল ইসলাম সেন্টু, পৌর জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক নাসির উদ্দীন টোকন, ধুবইল ইউনিয়ন জাসদের অন্যতম নেতা জালাল উদ্দীন মেম্বার, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ সায়েম আলী, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান জোয়ার্দার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফ প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, জাতীয় যুবজোট নেতা মাহবুব খাঁন সালামের খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নতুবা পরবর্তীতে মিরপুর উপজেলা জাসদ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি