1. rashidarita21@gmail.com : bastobchitro :
মায়াবী | Bastob Chitro24
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

মায়াবী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মেয়েদের সৌন্দর্য যে পুরুষের হৃদয় না ছোঁয় সে আসলেই হতভাগা, একটা মেয়ের প্রতারনায় সমস্ত মেয়ে জাতিকে যে কলঙ্ক দেয় সে শুধুই মূর্খ!

কামনা ছাড়া যে নারীকে ভাবতে পারেনা তার বেঁচে থাকা পশুর মত! নারীকে যে অবজ্ঞা করে সে সীমার হয়তো!

পৃথিবীর সৌন্দর্য বুঝতে হলে নারীকে বুঝতে হবে। যে নারী তার সৌন্দর্য শুধু দেহে নয়, তার সৌন্দর্য তার মায়ায়।

পৃথিবীর প্রতিটা সৌন্দর্যের সাথে এই মায়ার সম্পর্কটা আছে, যেখানে মায়া নেই সেখানে সৌন্দর্য নেই। আর নারীর চেয়ে মায়াবী স্রষ্টার পর আর কে আছে!

মানুষ বলো আর সামান্য মাছি ই বলো মোমের মত শরীরে পাথরের মত শক্ত করে মায়ার বাঁধনে জড়িয়ে রাখার ক্ষমতা নারীর চেয়ে বেশি আর কারো নেই।

নারী সব পুরুষ কে ভালোবাসে না।
যে তার সমস্ত সত্তাকে -সম্মান জানাই,
মায়াার টানে, নারী তাকেই তার সমস্ত প্রেমের মহিমা দিয়ে আগলে রাখে!

সাঈদ আহমেদ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি