1. rashidarita21@gmail.com : bastobchitro :
ভূল বুঝোনা | Bastob Chitro24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

ভূল বুঝোনা

আল আমিন
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
 চলতে চলতে পথে
 কখনো সময় হলে
হোক সে-দিনে রাতে
 বসে আবার যেও চলে ,
ভুলে যেও না কখনো আমার কথা, ভুল বুঝনা কখনো আমার নীরবতা …….।
রাত্রি গভীর হলে
 চাঁদ আসে নিজের মত ,
ইচ্ছে মতো জ্বলে
পারে না মুছতে ক্ষত,
 ভুলে যেও না কখনো আমার কথা,
 ভুল বুঝনা কখনো আমার নীরবতা …..।
প্রতিদিন সকাল আসে
 দেখি না আলোর ঝলকানি,
 অশ্রুধারা নীরবে হাসে
 গাল বেয়ে নেমে আসে পানি,
 ভুলে যেও না কখনো আমার কথা,
 ভুল বুঝনা কখনো আমার নীরবতা….…..।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি