1. rashidarita21@gmail.com : bastobchitro :
বিশ্বস্ত সতীর্থই মেসির প্রতিপক্ষ | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

বিশ্বস্ত সতীর্থই মেসির প্রতিপক্ষ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে রোববার (১৮ ডিসেম্বর) মাঠে নামবেন পিএসজির দুই তারকা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। তবে এবার আর সতীর্থ হিসেবে নয়, নামছেন প্রতিপক্ষ হিসেবে।

সারা বছর মেসি নিশ্চিন্তে বল বাড়িয়ে দেন এমবাপ্পেকে। ফরাসি তরুণ স্ট্রাইকারও নির্দ্বিধায় পাস দেন ৭ বারের ব্যালন ডি’ অর জয়ী তারকাকে। সারা বছরের বিশ্বস্ত সতীর্থই এবার কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রধান প্রতিপক্ষ। শিরোপার লড়াইয়ের ম্যাচে দুই ফুটবলারই চেষ্টা করবেন পরস্পরকে ছাপিয়ে যাওয়ার।

ফ্রান্সের ক্লাব পিএসজিতে খেলেন মেসি এবং এমবাপ্পে। বিশ্বকাপ তাদের এক মাসের প্রতিপক্ষ করে দিয়েছে। কয়েকদিন পর আবার পাশাপাশি খেলবেন ক্লাবের নীল জার্সি গায়ে। নীল জার্সি কাতারেও আছে তাদের সঙ্গে। নীল থাকলেও মিল নেই। মিল থাকলেও সারা বছরের বিশ্বাস বা ভরসা নেই।

বিশ্বের সেরা মঞ্চে নিজেদের চেনাতে কেউই বাকি রাখেননি। কাতারে দারুণ ফর্মে রয়েছেন মেসি। চলতি বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা ৫টি। এলএমটেনের ৫টি গোলের মধ্যে ৩টি পেনাল্টি থেকে। সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট। অর্থাৎ তার দেয়া পাস থেকে ৩টি গোল হয়েছে।

আর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে কিলিয়ান এমবাপ্পে। এবারের আসরেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ফরাসি তারকা। ৫ গোল দিয়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে আছেন তিনিও। এমবাপ্পের পাঁচটি গোলের একটিও পেনাল্টি থেকে নয়। ফরাসি তারকার পাস থেকে এখনো পর্যন্ত ২টি গোল হয়েছে।

রোববারের ম্যাচ শেষ হয়ে গেলেই মেসি, এমবাপ্পে আবার সতীর্থ। আগামী ৭ জানুয়ারি ফ্রেঞ্চ কাপের ম্যাচে পিএসজির খেলা রয়েছে। সে দিনই মেসি, এমবাপ্পে আবার পাশাপাশি খেলতে পারেন। তখন একসঙ্গে খেলবেন। একসঙ্গে ভাববেন। একসঙ্গেই জিতবেন বা হারবেন। আনন্দ করবেন বা হতাশ হবেন। আপাতত তারা একের হতাশায় আর একজন আনন্দিত হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি