1. rashidarita21@gmail.com : bastobchitro :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান | Bastob Chitro24
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২

কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রবিবার বাংলা ২৫ শে বৈশাখ সকাল দশটা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের( ভিন্ন মানবিক ও সামাজিক অনুষদ )আহবায়ক প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী।
মূখ্য আলোচক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ প্রফেসর ডঃ ফরহাদ হোসেন (অনিক মাহমুদ)
বিশেষ অতিথি ছিলেন-রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ডঃ মোহাম্মদ
মামুন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ প্রফেসর নূর উদ্দিন আহমেদ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় রেজিস্টার (ভারপ্রাপ্ত )ডক্টর মোছাম্মদ ইসমত আরা। আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান বোর্ড অফ অনার এবং প্রতিষ্ঠাতা ডঃ মোঃ জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কো-অর্ডিনেটর গঙ্গা রিভার (নদী পরিব্রাজক দল) খলিলুর রহমান মজু, কবি ও সাহিত্যিক কনক চৌধুরী, সাহিত্যিক ও অধ্যাপিকা দিলশাদ বেগম, সম্মিলিত সামাজিক আন্দোলনের কারশেদ আলম, মানবাধিকার কর্মী সৈয়দা হাবিবা প্রমূখ।
প্রধান অতিথির মূল্যবান বক্তব্য এবং বিশেষ অতিথিবৃন্দ রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় প্রতিষ্ঠার ইতিহাস ও রবীন্দ্রনাথের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য রাখেন।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল গাফফার এর উপস্থাপনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান টি প্রাণবন্ত হয়ে ওঠে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এর আয়োজনে।
বাংলাদেশের একটি বেসরকারী প্রতিষ্ঠান এটি ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন লাভ করে ।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি