1. rashidarita21@gmail.com : bastobchitro :
ফাইনালে হারের পর শাস্তির মুখে পড়লেন জোকোভিচ | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

ফাইনালে হারের পর শাস্তির মুখে পড়লেন জোকোভিচ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

উইম্বলডনের রোমাঞ্চকর ফাইনালে হারের পর শাস্তির মুখে পড়েছেন নোভাক জোকোভিচ। ম্যাচের এক পর্যায়ে মেজাজ হারিয়ে র‍্যাকেট ভাঙায় জরিমানা করা হয়েছে সার্বিয়ান তারকাকে।

ফাইনালের লড়াইয়ে গত রবিবার কার্লোস আলকারাসের কাছে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হেরে যান জোকোভিচ। ৩৬ বছর বয়সী এই তারকা কাণ্ডটি ঘটান পঞ্চম সেটে। সার্ভিসে পয়েন্ট হারানোর পর নেটে র‍্যাকেট ছুড়ে মারেন তিনি। ভেঙে যায় র‍্যাকেট।

আম্পায়ার ফার্গুস মার্ফি সঙ্গে সঙ্গেই সীমা লঙ্ঘনের জন্য ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচকে সতর্ক করে দেন। রানার্সআপ হওয়ায় এই সার্বিয়ান পুরস্কার হিসেবে পেয়েছেন ১১ লাখ ৭৫ হাজার পাউন্ড। সেখান থেকেই জরিমানার ৬ হাজার ১১৭ পাউন্ড কেটে নেওয়া হবে।

 

ফেভারিট হিসেবে ফাইনালে খেলতে নেমে প্রথম সেট মাত্র ৩৪ মিনিটে জিতে নেন জোকোভিচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় সেটে টাইব্রেকে হেরে যান তিনি। পরের সেটেও জেতেন ২০ বছর বয়সী আলকারাস। এরপর চতুর্থ সেটে জিতে ঘুরে দাঁড়ান জোকোভিচ। তবে শেষ রক্ষা আর হয়নি তার। ২০১৩ সালের পর সেন্টার কোর্টে এটি ছিল জোকোভিচের প্রথম হার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি