1. rashidarita21@gmail.com : bastobchitro :
প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠতে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

আরও একটা মহারণের জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। লক্ষ্যপূরণের পথে এবার তাদের সামনে ক্রোয়েশিয়া-বাধা। টানা হলুদ কার্ডের বাধায় সেমিফাইনালে আর্জেন্টিনা পাচ্ছে না মার্কো অ্যাকুনা ও মন্টিয়েলকে। এখনও পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাননি আনহেল ডি মারিয়া। তবে তাকে প্রস্তুত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট।

একটা সাধারণ দল নিয়েও দুর্দান্ত হয়ে ওঠার গল্প রচনা করতে যাচ্ছে আর্জেন্টিনা। শুধু মেসিনির্ভরতা থেকে বের হয়ে তরুণরা তুলে নিয়েছে দায়িত্ব। শীর্ষ চারের গণ্ডিতে সীমাবদ্ধ হয়ে যাওয়া বিশ্বকাপে তারা একমাত্র লাতিন প্রতিনিধি।

আর মাত্র দুটি সিঁড়ি অতিক্রম করতে পারলে ৩৬ বছরের শিরোপাখরা ঘুচবে আর্জেন্টিনার। লিওনেল স্ক্যালোনি শিষ্যদের মাঝে যে মন্ত্র জপে দিয়েছেন, নিমগ্ন হয়ে যেন সে দায়িত্বই পালন করে চলেছেন তারা। অঘটনের বিশ্বকাপে সব মহাতারকাই যে খসে পড়েছেন নীহারিকাপুঞ্জ থেকে। শুধু একাই সেখানে টিকে রয়েছেন লিওনেল মেসি।

কোয়ার্টার ফাইনালের স্নায়ুক্ষয়ী যুদ্ধ শেষে আকাশি- নীলরা এখন শান্ত। ঠিক যেমন মারাত্মক ঝড় শেষে শান্ত আকাশ। ম্যাচের পর পুরো দিনটা কেটেছে আর্জেন্টিনার বিশ্রামে। সোমবার (১২ ডিসেম্বর) থেকে আবারও শুরু হয়েছে মাঠের অনুশীলন। আবারও প্রস্তুতি নিতে হবে আরও একটা সিঁড়ি ডিঙানোর।

বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ ১৮ হলুদ কার্ডের রেকর্ড গড়েছেন অ্যান্তনিও ম্যাতিও লাহো। তার কড়া কড়া মার্কিং থেকে বাদ পড়েননি লিওনেল মেসিও। আর্জেন্টিনা রক্ষণে নাউয়েল মলিনা ছাড়া সবাই পেয়েছেন হলুদ কার্ডের সতর্কবার্তা। যে খড়গে পড়ে সেমির মঞ্চে খেলতে পারছেন না আলবিসেলেস্তে লেফটব্যাক মার্কো অ্যাকুনা। এ ছাড়াও একই কারণে নিষেধাজ্ঞা আছে মন্টিয়েলের ওপর।

এই দুজন বাদে দলে আর কোনো সাসপেনশন নেই। তবে এখনও ফিটনেস শঙ্কা রয়ে গেছে আনহেল ডি মারিয়ার। বাকিদের সবাই ফুল ফিট। হাতে যে সময়টুকু রয়েছে এর মধ্যে আর্জেন্টাইন মাস্টার ক্লাস ইউঙ্গারকে তৈরি করতে সর্বোচ্চ লেভেলের কাজ করে যাচ্ছে ম্যানেজমেন্ট।

গেলবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবারও সেই পথে। রাশিয়ায় গ্রুপপর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এবার সুযোগ মেসিদের সামনে সে হিসাব চুকানোর। বিশ্বমঞ্চের মহাকাব্যিক ফাইনালে জায়গা করতে চাইলে এই সমীকরণ মেলানো ছাড়া অন্য পথও যে খোলা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি