ঢাকাসোমবার , ৬ জুন ২০২২
  1. #সর্বশেষ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

পাবনায় পাটকাঠির কারখানায় আগুন

ঢাকা অফিস
জুন ৬, ২০২২ ৪:০২ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিকনগর গ্রামে কিউলিন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডে নামের একটি প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটে। রোববার (০৫ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মানিকনগর শেখপাড়া ঈদগাহ মাঠের পাশে পাটখড়ি (শোলা) পুড়িয়ে ডাস্ট বানিয়ে সেই কয়লা বিদেশে চায়নায় রপ্তানী করা হতো। কারখানার মালিক মেহেদী হাসান ওরফে জুলিয়াস সরদার। রোববার সন্ধ্যায় ওই কারখানার পাটখড়ি রাখার গুদাম ঘরে আগুনের সূএপাত হয়।

এ সময় আগুন দেখে কারখানার নিরাপত্তা কর্মী মকছেদ আলী চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের খবর দিলে তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পাটখড়ি পোড়ানোর চুল্লির পাশেই হঠাৎ আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনীর সদস্য ও পুলিশ। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক মেহেদী হাসান ওরফে জুলিয়াস সরদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।