দীর্ঘ দিনের লালিত পদ্মা সেতু চলতি বছরের জুনে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, মূল সেতুর ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে, যার মধ্যে ৯০ দশমিক ৫০ শতাংশ নদী ব্যবস্থাপনার কাজ শেষ হয়েছে।
রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৯২ শতাংশ এবং রাস্তার কার্পেটিংয়ের অগ্রগতি ৬৬ দশমিক ৬৫ শতাংশ হয়েছে।
মন্ত্রী আরো বলেন, গ্যাস পাইপলাইন ও ৪০০ কেভিএ পাওয়ার লাইন বসানোর কাজের অগ্রগতি হয়েছে যথাক্রমে ৯৯ ও ৭৯ শতাংশ।
সূত্র : ইউএনবি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।