1. rashidarita21@gmail.com : bastobchitro :
পদ্মা সেতুর উদ্বোধন: মঞ্চ মাতালেন মমতাজ | Bastob Chitro24
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

পদ্মা সেতুর উদ্বোধন: মঞ্চ মাতালেন মমতাজ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার সন্ধ্যায় বাংলা বাজার পদ্মাসেতুর উদ্বোধনী জনসভা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ৬দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল শনিবার।  দেশ সেরা কয়েকজন শিল্পী এবং বাংলাদেশ শিল্প কলার একাডেমির শিল্পীরা নেচে-গেয়ে দর্শকদের মন  মাতান। হাজার হাজার মানুষ এই সাংস্কৃতিক অনষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। তিনি তার গানের মাধ্যমে মঞ্চ মাতান।

এছাড়া খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, পিয়াংকা গোপ, প্রতীক হাসানও তাদের গান পরিবেশন করেন।

এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, ফরিদপুর-৪ মজিবুর রহমান এমপি, সানোয়ার হোসেন এমপি, মোয়াজ্জম হোসেন রতন এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি,শবনাম জাহান শিলা এমপি, অপরাজিতা হক এমপি, নাহিদ ইজহার খান এমপি,

মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো সেলিম, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি