1. rashidarita21@gmail.com : bastobchitro :
নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত লিটন | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত লিটন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ছিটকে পড়ায় ভারত সিরিজে নেতৃত্ব দেবেন তিনি। আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো কোনো সিরিজের আগে অধিনায়কের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত জাতীয় দলের এই ওপেনার।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াই শুরু রোববার (৪ ডিসেম্বর)। তার আগে শনিবার (৩ ডিসেম্বর) সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘ধন্যবাদ বিসিবিকে, আমাকে সুযোগ দেয়ার জন্য। আমি খুব রোমাঞ্চিত। একটা বড় সিরিজে সুযোগ দেয়া হয়েছে। আমি চেষ্টা করব ভালো করার।’

অধিনায়কত্বের দায়িত্বকে লিটন কীভাবে দেখেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে সবসময় একটা দায়িত্ব তো থাকেই। এখন অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের গাইড করার একটা বাড়তি দায়িত্ব থাকবে।’

এক প্রশ্নের জবাবে টাইগার ক্রিকেটার বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা দুই দলের জন্যই ভালো। তারা আমাদের আন্ডারডগ হিসেবে ভাবতে পারবে না। আমরা রোমাঞ্চিত। ভারত অবশ্যই ভালো দল। তবে সবাই জানে, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, যে কোনো কিছুই সম্ভব।

এর আগেও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে লিটনের। ২০২১ সালে নিউজিল্যান্ডে একটি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে খুব বাজেভাবে হেরেছিল টাইগাররা। তবে সময়ের সঙ্গে লিটন নিজেকে আরও পরিণত করেছেন। অনেক দিন ধরে বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি।

২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। সেই ভারতের বিপক্ষে ক্যারিয়ারে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি