1. rashidarita21@gmail.com : bastobchitro :
নির্ঘুম রাত কাটছে ক্রেতা-বিক্রেতার | Bastob Chitro24
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

নির্ঘুম রাত কাটছে ক্রেতা-বিক্রেতার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২

ঈদের আমেজে চলছে কেনাকাটা। অভিজাত শপিংমল থেকে ফুটপাতের দোকান- সবখানেই এখন ক্রেতার ঢল। নির্ঘুম রাত কাটছে ক্রেতা-বিক্রেতার। ভিড় ঠেলে শেষ সময়ে পছন্দের পোশাক কিনতে সাধ্য অনুযায়ী পছন্দের মার্কেটে ছুটছেন ক্রেতারা। একইভাবে ফুটপাতের দোকানগুলোতেও পা ফেলার জায়গা নেই।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে আর প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে নগরীর বাজারগুলোতে শুরু থেকেই ক্রেতাদের আগমন ছিল চোখে পড়ার মতো। শেষ সময়ের কেনাকাটায় অনেকটাই ব্যস্ত হয়ে উঠেছে নগরবাসি। আর তাদের সাথে তাল মেলাতে গিয়ে দম ফেলার সুযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা। শেষ মুহূর্তের টুকিটাকি কেনাকাটাও চলছে দেদারসে।

গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। শুক্রবার সকালে শপিংমল খোলার পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। ইফতারির পরে ক্রেতা সমাগমে মুখরিত হতে থাকে শপিংমলগুলো। শুক্রবার জুমআর নামাজের পর ক্রেতার ঢল নামে মার্কেটগুলোতে। পুটপাতে ক্রেতা আর দোকানদার সব মিলিয়ে হাটার কোন জায়গা নেই।

দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বরের ক্যাপিটাল শপিংসেন্টারে দ্বিতীয় তলায় জুতার দোকানগুলোতে প্রচণ্ড ভিড় দেখা যায়। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরপর দু’বছর করোনার জন্য ঈদ কেনাকাটায় যে মন্দা ভাব দেখা গেছে, এবার তা দূর হয়েছে। তবে অনেকেই ঈদ করতে ঢাকার বাইরে চলে গেছেন। ফলে রোববার থেকে বেচাকেনা কমার আশঙ্কা করছেন বিক্রেতারা। জুতার হাট নামের দোকানের বিক্রয়কর্মী আরমান হোসেন বলেন, গত কয়েকদিন ধরেই বেচাকেনা খুব ভালো। করোনার আগে ঈদের সময় যেমন বিক্রি হতো, এখন তেমনই বিক্রি হচ্ছে।

মিরপুর-২ নম্বরের ফ্যাশন হাউজগুলোর বাইরে ও ভেতরেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। সারা লাইফস্টাইলের বিক্রয়কর্মী নাফিস আহমেদ বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে পুরুষদের আকর্ষণের তালিকায় বরাবরই প্রথমে থাকে পাঞ্জাবি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের এখানে সাশ্রয়ী মূল্যে পাঞ্জাবিসহ বিভিন্ন ফ্যাশন আইটেমের সমাহার আছে। এ জন্য বিক্রিও খুব ভালো। সন্ধ্যার পর দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। তবে শেষ সময়ে এসে অনেককেই পছন্দের পোশাক দিতে পারছি না। কারণ চাহিদার তুলনায় স্টক কমে এসেছে।

পছন্দের পোশাকের জন্য অনেক সময় বাচ্চারা কান্না কাটি করলেও স্টক না থাকার কারণে তা পাচ্ছে না। বাধ্য হয়ে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটাছুটি। বিশেষ করে ইন্ডিয়ান বাচ্চা পোশাকের চাহিদা বেশি। দেশি পোশাকও অনেক ভালো মানের রয়েছে।

আগারগাঁও থেকে পাঞ্জাবি কিনতে এসেছেন রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুমায়ূন রশিদ। তার সঙ্গে কথা বলে জানা যায়, শপিংমলগুলোতে পাঞ্জাবির দাম একটু বেশি হলেও মান ও ডিজাইনের বৈচিত্র থাকায় এখানেই আসা হয়। তিনি বলেন, বাবার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করেছি, কিন্তু সাইজ পাচ্ছি না। স্মল, মিডিয়াম সব সাইজই স্টক আউট বলছে। দাম সম্পর্কে জানতে চাইলে হুমায়ূন রশিদ বলেন, এবার পোশাকের দাম এমনিতে একটু বেশি। তবে দুই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে ভালো পাঞ্জাবি পাওয়া সম্ভব।

এবারের ঈদে সব ধরনের পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাকের দাম বেশি। ভালো মানের একটি পাঞ্জাবি কিনতে হলে ৫-৬ হাজার টাকা লাগে। আর মিডিয়াম মানের একটি পাঞ্জাবি কিনতে চাইলেও আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে। যা একজন সাধারণ ক্রেতার জন্য কষ্টসাধ্য। এজন্য অনেক মধ্যবিত্তি পরিবারও এখন ফুটপাতে কেনাকেটা করছে।

ফ্যাশন হাউজ নান্দনিকের বিক্রয়কর্মী হানিফ ক্রেতা সমাগম নিয়ে জানান, ঈদের আর বেশি দিন বাকি নেই। ক্রেতাদের উপচেপড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। ইফতারের পর থেকে ক্রেতাদের ভিড় বাড়ছে, তা মধ্য রাত পর্যন্ত থাকছে। এমনকি ইফতারের আগ মুহূর্তেও ক্রেতা থাকছে। তবে আমরা পছন্দসই পোশাক দিতে পারছি না বলে অনেক ক্রেতা অভিযোগ করছেন। কারণ এখন চাহিদার তুলনায় সরবরাহ কমে এসেছে।

গৃহকর্মী শারমিন শিলা বলেন, বেশ কয়েকটি ব্র্যান্ডের দোকানে পোশাক কিনতে গেলে ডিজাইন পছন্দ হলেও কাক্সিক্ষত সাইজ পাওয়া যাচ্ছে না। এ জন্য জনপ্রিয় ফ্যাশন হাউজগুলো ছাড়াও অন্য ফ্যাশন হাউজগুলোতে গিয়ে পোশাক খুঁজতে হচ্ছে।

তিনি বলেন, এই সময় ঈদের পোশাক বানানোর সুযোগ নাই। আবার জনপ্রিয় ব্র্যান্ড শপগুলোতেও পছন্দের জামা-কাপড় নেই। ফলে অন্য যেসব ফ্যাশন হাউজে সাধারণত যাওয়া হয় না সেখানেও গিয়েও জামা দেখছি।

মৌচাকের কে ক্রাফটসের কয়েকজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বললে তারা জানান, গত সপ্তাহেই অনেক পোশাক বিক্রি হয়ে যাওয়ায় স্টকে কিছুটা টান পড়েছে। তবে অন্য আউটলেট থেকে এনে ঘাটতি পূরণ করার চেষ্টা করা হচ্ছে।

কেবল পাঞ্জাবি নয়, পুরুষ ক্রেতাদের আগ্রহ টি-শার্ট ও শার্টের প্রতিও। ক্যাজুয়াল ও আরামদায়ক হওয়ায় টি-শার্টের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। শার্ট-পাঞ্জাবি ছাড়াও প্যান্ট ও জুতার দোকানে পুরুষ ক্রেতাদের সমাগম ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে থ্রি-পিস, কাফকান, টপস, শাড়ি এসব পোশাকে নারীদের আগ্রহ বেশি। গরমে আরামদায়ক পোশাককে প্রাধান্য দিচ্ছেন নারীরা।

শনিবার রাজধানীর গুলিস্তানের ফুটপাতে ক্রেতার প্রচ- ভিড় ছিল। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে রাস্তায় পণ্য বিক্রি করতে দেখা গেছে। হকার, ক্রেতাদের ভিড়ে সড়কগুলোতে তীব্র যানজট দেখা যায়। ক্রেতাদের অভিযোগ, ঈদের আগে বিক্রি বাড়ার সুযোগে দাম বাড়িয়ে ফেলেছেন বিক্রেতারা।

নুপুর সুলতানা নামের এক ক্রেতা জানান, ঈদ উপলক্ষে ১০০ টাকার পণ্য এখন ১৫০ টাকা বলছেন বিক্রেতারা। যে পর্দা ৩০০ টাকা করে বিক্রি করতো এখন ৪০০ থেকে ৪৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। একইভাবে সব ধরনের পোশাকের দামও বাড়তি চাওয়া হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বিক্রেতাদের সেই চিরচেনা অজুহাত- সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পোশাকের দামও বেড়েছে।

অনেকে পরিবার নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন। এতে করে রাজধানীতে লোকসমাগম কম হলেও মার্কেটগুলোতে ভিড় কমেনি। শেষ সময়ে নি¤œআয়ের চাকরিজীবীরা বিশেষ করে গার্মেন্ট কর্মী,রিক্সা ভ্যান চালক এদের কাতারে রয়েছে,বিভিন্ন বেসরকারি অফিসের চত্বর্থ শ্রেনীর কর্মীচারীরা। এতে করে ঈদ যত ঘনিয়ে আসছে ফুটপাতে ভিড় তত বাড়ছে।

সকাল ১১ টা থেকে শুরু করে রাত ২ টা পর্যন্ত চলছে ঈদি কেনা কাটা। চাঁদ রাতের পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে বলে মনে করছেন বিক্রেতারা। তারা বলছেন এখন আমরা ঠিক মত ইফতারও করতে পারছি না। অনেক ক্রেতাও আমাদের সাথে ইফতার করছে। রাতে বাসায় যেতে যেতে তিনটা বাজে তখন সাহরি খেয়ে ঘুমালে আবার সকাল ৯ টায় ঘুম থেকে উঠে ১০ টায় দোকান খুলতে হচ্ছে। এভাবে বর্ননা দিলেন লুবনানের বিক্রয় কর্মী ইমরান আহমেদ।

পোশাকের দাম বেশি এমন অভিযোগের উত্তরে তিনি বলেন,সব ধরনের কাপড়ের দাম বেড়েছে। বেড়েছে সব ধরনের মজুরির রেটও এতে করে সব ধরনের পোশাকের দামই বেড়েছে ২০-৩০% পর্যন্ত। তবে নিত্য পন্যের তুলনায় পোশাকের দাম তেমন বাড়েনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি