1. rashidarita21@gmail.com : bastobchitro :
‘নতুন’ দল নিয়ে নামছে ব্রাজিল | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

‘নতুন’ দল নিয়ে নামছে ব্রাজিল

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

এক ম্যাচ হাতে রেখেই ‘জি’ গ্রুপ থেকে কাতার বিশ্বকাপের নকআউটের টিকিট কেটেছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে তৃতীয় ম্যাচে তাই সবাইকে পরখ করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ তিতে। এই ম্যাচে একাদশে তিনি পরিবর্তন এনেছেন ৯টি, যেটাকে ‘নতুন’ দলও বলা যায়!

গ্রুপ পর্বে আগের দুই ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট সামলিয়েছিলেন অ্যালিসন বেকার। এই ম্যাচে তার জায়গায় খেলছেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন। রক্ষণভাগে এডার মিলিতাও ছাড়া সব স্থানে পরিবর্তন এসেছে। সুযোগ পেয়েছেন দানি আলভেস, গ্রেমার ও আলেক্স টেলেস।

আগের ম্যাচে ব্রাজিলের একাদশে ছিলেন ফ্রেড। এই ম্যাচেও শুরুর একাদশেও জায়গা পেয়েছেন তিনি। তার সঙ্গে ক্যাসেমিরোর পরিবর্তে খেলছেন ফ্যাবিনহো। ক্যাসেমিরো আগের ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন।

আক্রমণভাগের সবাই পরিবর্তিত খেলোয়াড়। রিচার্লিসনের পরিবর্তে খেলছেন গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া একাদশে আছেন রদ্রিগো, অ্যান্টোনি ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

ব্রাজিল একাদশ:

এডারসন, দানি আলভেস, এডার মিলিতাও, গ্লেসিওন ব্রেমার, আলেক্স টেলেস, ফ্যাবিনহো, ফ্রেড, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রদ্রিগো, অ্যান্টোনি ও গ্যাব্রিয়েল জেসুস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি