1. rashidarita21@gmail.com : bastobchitro :
দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া)এর কমিটি গঠন। | Bastob Chitro24
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া)এর কমিটি গঠন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

ষ্টাফ রিপোর্টারঃ মোহাঃ আমিনুল ইসলাম বাচ্চু সভাপতি ও মোঃশরিফ রেজা খোকন সাধারণ সম্পাদক ঘোষনা করে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঢাকায় বসবাসরত ব্যক্তিদের নিয়ে “দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া)”এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে।

যাহা সমাজ কল্যান মন্ত্রণালয় এর অধিনস্ত, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত, যাহার নম্বর,ঢ-০৯৯৬৩। ১ম নভেম্বর সন্ধ্যায় ৮ ডিআইটি এভিনিউ,(বর্ধিত-পূর্ব) মঞ্জুরী ভবন, দিলকুশা, মতিঝিল, ঢাকা-১০০০,”দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া)”এর নিজ কার্যালয়ে উক্ত সমিতির উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন “দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া)” এর সভাপতি মোহাঃ আমিনুল ইসলাম বাচ্চু।সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃশরিফ রেজা খোকন। সাধারণ সভায় উপস্থিত ছিলেন”দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা(কুষ্টিয়া)”এর নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল রেজা, সরকার নীল কমল চন্দ্র, তোফায়েল হোসেন তপন, আব্দুল্লাহ রাফি, শরিফুল কোভিদ স্বপন, মিজানুর রহমান, মুকুল চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম শফি, মতিউজ্জামান বাবু, সাইফুল ইসলাম মনি, আমিনুল হক রতন মোল্লা, নাজমা সুলতানা, এনায়েত হোসেন মুকুল, মীর আমিনুজ্জামান সেলিম। সাংগঠনিক সম্পাদক-মোঃআইয়ুব আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক-মজিবর রহমান, আনিসুজ্জামান নাজমুল, রবিউল ইসলাম রবি, মাসুদুর রহমান সঞ্জু, শামসুর রায়হান, তারেক আল মামুন, মোস্তাফিজুর রহমান রুমন, আবুল কালাম আজাদ। অর্থ সম্পাদক-আব্দুল মোনায়েম, যুগ্ম অর্থ সম্পাদক-বজলুর রহমান বুলু, রবিউল ইসলাম, আশরাফুল হক খোকন, বখতিয়ার হোসেন, নুরুজ্জামান মিন্টু।
প্রচার সম্পাদক- মোঃ শহিদুল ইসলাম, আব্দুস সবুর, গোলাম রেজা, শিক্ষা সম্পাদক-শিবলী সাদিক, তৌহিদুল ইসলাম তৌহিদ, আখতারুজ্জামান, ফিরোজ আহমেদ কাজল, ডাক্তার সুলতান খোকন আব্দুল আজিজ, আইন সম্পাদক-আইনজীবি মেহেদী হাসান শাহিন, মেহেদী হাসান, তারেকুজ্জামান তুহিন প্রমুখ। সভায় সকলের সম্মতিতে মোহাঃ আমিনুল ইসলামকে বাচ্চু সভাপতি ও মোঃশরিফ রেজা খোকন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি