1. rashidarita21@gmail.com : bastobchitro :
ঢাকায় বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন | Bastob Chitro24
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন

ঢাকায় বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

রাজধানীর বাংলামোটর এলাকায় সেন্ট মার্টিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। আজ সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। অগ্নিনর্বাপণ কর্মীরা রাত ১০টা ৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা জানতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি কলাবাগান থেকে মগবাজারের দিকে যাচ্ছিল। বাংলামোটর এলাকায় এলে বাসে হঠাৎ আগুন লাগে। বাসের যাত্রী, চালক ও সহযোগীরা গাড়ি থেকে নেমে যান। একপর্যায়ে আগুন পাশের মমতাজ ম্যানশনের দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেন আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্রঃ প্রথমআলো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি