1. rashidarita21@gmail.com : bastobchitro :
জ্ঞানভাপি মসজিদে বৈজ্ঞানিক অনুসন্ধান কাজ শুরু এএসআইর | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

জ্ঞানভাপি মসজিদে বৈজ্ঞানিক অনুসন্ধান কাজ শুরু এএসআইর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

ভারতের বারানসিতে অবস্থিত জ্ঞানভাপি মসজিদ এলাকায় বৈজ্ঞানিক অনুসন্ধান কাজ শুরু করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। শনিবারে শুরু হওয়া এই অনুসন্ধানে তথ্যতালাশ করে দেখা হবে সপ্তদশ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি বিদ্যমান কোনো মন্দিরের অবকাঠামোর ওপর নির্মিত কিনা। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।এতে বলা হয়, এএসআই টিমের সঙ্গে রয়েছেন সরকারের আইনজীবী রাজেশ মিশ্র। তিনি বলেছেন, শনিবার সকালে কাজ শুরু করেছে টিম। স্থানীয় সময় বিকাল ৫টায় তা শেষ হওয়ার কথা। এর আগে জ্ঞানভাপি মসজিদে এএসআইয়ের অনুসন্ধানের বিরুদ্ধে স্টে অর্ডার দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ বহাল রাখতে শুক্রবার অস্বীকৃতি জানায় সুপ্রিম কোর্ট। মুসলিমদের পক্ষ থেকে বলা হয়েছে, এই অনুসন্ধান কাজ করতে গিয়ে অতীতের ক্ষতকে নতুন করে জাগিয়ে তোলা হবে।

 

শুক্রবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে এ নিয়ে শুনানি হয়। এ সময় এএসআই’কে অনুসন্ধান কাজের সময় আগ্রাসী এমন কোনো কর্মকাণ্ড না করতে নির্দেশ দেয় বেঞ্চ। এর আগে বারানসির আদালত রায়ে বলেছিল প্রয়োজনে সেখানে খনন করা যাবে।

কিন্তু সুপ্রিম কোর্ট খনন কাজ করতে বারণ করেছে। ২১শে জুলাই বারানসি জেলার আদালত থেকে বৈজ্ঞানিক বিস্তারিত অনুসন্ধান কাজের অনুমতি পায় এএসআই। তারপরই শুক্রবার তাতে আপত্তি জানায় সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল আনজুম ইনতেজামিয়া মসজিদ কমিটি। কিন্তু তা বৃহস্পতিবার খারিজ করে দেয় আদালত। এরপরই তারা দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সুত্র:মানবজমিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি