1. rashidarita21@gmail.com : bastobchitro :
জমকালো আয়োজনে আধুনিক ভবন প্রাপ্তির দ্বিতীয় দিনের আনন্দ সমাবেশ | Bastob Chitro24
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

জমকালো আয়োজনে আধুনিক ভবন প্রাপ্তির দ্বিতীয় দিনের আনন্দ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২

কুষ্টিয়া শিল্পকলা একাডেমির নতুন ভবন প্রাপ্তি উপলক্ষ্যে আনন্দ উৎসবের দ্বিতীয় দিনে জমকালো আয়োজনে কুষ্টিয়ায় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।

১৪ জুন মঙ্গলবার- ২০২২ নতুন ভবন প্রাপ্তিতে কুষ্টিয়া শিল্পীদের গানে মুখরিত ছিল শিল্পকলা ভবন। কবি ও সাহিত্যিক কনক চৌধুরীর সঞ্চালনায়-

বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন । পরিবেশনায় -রণলা সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি ,উদীচি জেলা সংসদ, সপ্তসুর শিল্পী গোষ্ঠী, শৈলী একাডেমি ,লোকগাথা শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক সংসদ, , সুন্দরম ললিতকলা একাডেমী , নৃত্য রং একাডেমি ,হিন্দোল শিল্পী গোষ্ঠী, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ,ভাব নগর শিল্প ও সাহিত্য চর্চা কেন্দ্র এবং কবিতা পরিষদ, এবং চর্যাপদের আবৃত্তি পালা।ফোক ,লালন ,উচ্চাঙ্গ সঙ্গীত এবং আধুনিক গান , কবিতা পরিবেশিত হয়েছে। আধুনিক শিল্পকলা একাডেমিতে স্ক্রীণ কোরিওগ্রাফার ফরহাদ ও ফাহিম বাদ্য ও মিউজিকে ছিলেন শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুজন রহমান ,জুয়েল আহমেদ, প্রদীপ কুমার কর্মকার আকাশ চক্রবর্তী, দিপু, জাহিদ, আতিক ,শামীম ও শুভ। অনেক দর্শনার্থীর ভিড়ে শিল্পকলা চত্বর নব আনন্দে মাতি- সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি