ষ্টাফ রিপোর্টার :
সাব্বির ইসলাম
কুষ্টিয়া সদর উপজেলার জাপান ট্যোবাকো(জেটিআই) গার্ডে ১৪ জানুয়ারি মঙ্গলবার ১১.৫০ মিনিটে প্রভাববিস্তার ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে- কে বা কাহারা মেইন গেইট লক্ষ্য করে পিস্তল দিয়ে ৩ রাউন্ড গুলি এবং ৩ টি হাত বোমা নিক্ষেপ করে-
দ্রুত এলাকা ত্যাগ করেন।
এই মুহূর্তে জনমনে আতঙ্কে সৃষ্টি হলে – পুলিশকে জানানো হয়।
ঘটনাস্থলেলে পুলিশ এসে হাতবোমা গুলি নিষ্ক্রিয় করেন।
জানা যায়,আনসার সদস্য এবং তেমন কারো হতাহতের ঘটনা ঘটে নি।