1. rashidarita21@gmail.com : bastobchitro :
জগন্নাথ দেবের রথযাত্রা পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। | Bastob Chitro24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

জগন্নাথ দেবের রথযাত্রা পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
জগন্নাথ দেবের সোজা রথযাত্রা পালিত হলো আষাড়ের দ্বিতীয়া তিথিতে ।
কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে। ২০ জুন মঙ্গলবার- ২০২৩ কুষ্টিয়া শহরের গোপীনাথ মন্দির থেকে বড়বাজার মন্দির সার্বজনীন পূজা মন্দির পর্যন্ত রথটি টেনে নিয়ে যাওয়া হল এবং ইসকন রথযাত্রাটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। গোপীনাথ মন্দির থেকে রথ বড়বাজার মন্দিরে এনে রাখা হবে সেখান থেকে আবার আগামী বুধবার গোপীনাথ মন্দিরের ফিরে আসবে।
এ উপলক্ষ্যে কুষ্টিয়া শহরের গোপীনাথ মন্দির এবং এন এস রোড সংলগ্ন রাস্তা দু ধারে রথের মেলা বসেছে শত শত দর্শনার্থী ও ভক্তবৃন্দ রথের মেলা দেখতে আসেন।
রথের মেলায় বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা খাদ্য সামগ্রী খেলনা ও সাজসজ্জা সামগ্রী নিয়ে রথের মেলায় এসেছেন।
কথিত আছে জগন্নাথ দেব রথে চড়ে বেড়াতে গিয়েছিলেন এবং সাত দিন পর ফিরে আসেন এবারের রথের মেলার প্রতিপাদ্য বিষয় সংকটমুক্ত হওয়া আষাঢ়ের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মালম্বীদের জগন্নাথ দেবের উদ্দেশ্যে সোজা রথ উৎসবটি পালিত হয় এবং এক সপ্তাহ পরে উল্টা রথ পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি