1. rashidarita21@gmail.com : bastobchitro :
ছাত্রলীগকে হারানো মর্যাদা ফিরিয়ে আনতে হবে: আমু | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

ছাত্রলীগকে হারানো মর্যাদা ফিরিয়ে আনতে হবে: আমু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

৪০ বছর আগে ছাত্রলীগের কর্মীরা যে সম্মান ও মর্যাদা পেয়েছে এখন ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকরা সেই মর্যাদা পায়না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য উল্লেখ করে আওয়ামীলীগের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ছাত্রলীগকেই সেই সুনাম ফিরিয়ে আনতে হবে।

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ জানুয়ারি) ঝালকাঠিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, জাতির পিতার নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি গঠিত বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে।

আমু বলেন, দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪’র নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন ও ৬৬সালের ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে ছাত্রলীগ মুক্তির সনদ হিসেবে এই দাবিগুলো প্রতিষ্ঠা করে।

তিনি আরও বলেন, ১৯৬৯সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্রলীগ।

উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার ৭৫ বছর (প্লাটিনাম জুবিলি) পূর্ণ হওয়ায় সারা দেশে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের মুক্তমঞ্চে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের জেলা কমিটি।

জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সংসদ সদস্য আমু কন্যা ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি